– ২০২৫ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শাহীন স্কুল ধনবাড়ী শাখার ১৬ জন শিক্ষার্থীর মধ্যে ০৪ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শিক্ষার্থী চারজন হলো- রিসালাত তালুকদার ঐশী , তাসনিয়া ইসলাম তায়েবা , আবিদা আলম তাসনিম এবং জাহেদুল ইসলাম জিহাদ ।
খুশির এই খবরে স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করে এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করে । শাহীন স্কুল ধনবাড়ী শাখার সুযোগ্য পরিচালক মোঃ ওরম ফারুক বলেন, ‘ শাহীন স্কুল ধনবাড়ী শাখার শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশে পাঠদান করা হয় । সরাসরি টাঙ্গাইল প্রধান শাখা হতে স্কুলের শিক্ষাব্যবস্থা তদারকি করা হয় । অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষার্থীদের যত্ন সহকারে পড়ানো হয় এবং নিয়মিত পরীক্ষা গ্রহণ করা হয় ।
এই বছর ১৬ জন শিক্ষার্থী ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ছিল , এর মধ্যে ০৪ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । আমরা আশা করছি সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে ‘।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।