ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসকের দাম্ভিকতা ভাই সম্মোধন করায় সরকারি হাসপাতাল থেকে বেরিয়ে যেতে বললেন সংবাদকর্মীকে

50
আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
মার্চ ১৪, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আসাদকে ভাই সম্বোধন করায় তিনি ক্ষিপ্ত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে বললেন সংবাদকর্মীকে।

এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও স্বজনদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শুক্রবার (১৪ মার্চ) সকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সংবাদকর্মী চিকিৎসকের কাছে রোগীর অবস্থা সম্পর্কে জানতে চান। কথোপকথনের সময় ওই সংবাদকর্মী চিকিৎসককে ভাই বলে সম্বোধন করলে চিকিৎসক তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ হয়ে বলেন ভাই না স্যার বলতে হবে। হাসপাতালে আসা ব্যক্তি নিজেকে সংবাদকর্মী পরিচয় দিলে ডাক্তার আসাদ আরো ক্ষিপ্ত হয়ে তাকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে বলেন।

এ ঘটনায় উপস্থিত রোগী ও তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, একজন ডাক্তার জনগণের সেবক। তাকে ভাই বলে ডাকা অন্যায় নয়। চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি একজন মানুষ। এমন আচরণ করা তার পক্ষে শোভনীয় নয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, চিকিৎসক ও সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রশাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদ বলেন,বিষয়টি নিয়ে সিভিল সার্জনের সাথে পরামর্শ করে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।