ডেক্স রিপোর্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধীদলগুলোর সঙ্গে সংলাপের সময় পেরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে চিঠির বিষয়টি গণমাধ্যমের কাছে জানান ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, পিটার হাস সংলাপের চিঠি দিতে এসেছেন। শুনেছি আরো দুই রাজনৈতিক দলের কাছেও চিঠি দিয়েছেন। পিটার হাসকে জানিয়েছি, এখন আর সংলাপের কোনো সুযোগ নেই। তবে চিঠির বিষয়টি নিয়ে তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সহিংসতামুক্ত ও সুষ্ঠু নির্বাচনের কথা আগেও বলেছে, আজও একই কথা বলা হয়েছে।
জাতীয় পার্টির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জোর করে আমাদের সঙ্গে কোনো দলকে টেনে আনছি না। থাকা, না থাকা তাদের বিষয়। সন্ধ্যায় তফসিল ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এ নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার দরকার নাই।
পিটার হাসও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সে সময় তিনি, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র।