ইমাম হাসান (সোহান) টাঙ্গাইল জেলা প্রতিনিধি
ধনবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ড বিলাসপুর দক্ষিণ পাড়ায় স্বর্গীয় ঠাকুর দাস এর বাড়ীতে ০৬ ডিসেম্বর বুধবার রাত একটার দিকে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ।
এতে বাড়ীর মালিকের একটি ফ্রিজিয়ান ক্রস জাতের বড় গাভী সহ বড় একটি বড় আকারের বাছুর মারা যায়। অপর আরেকটি গাভী মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় আহত হয়েছে। বাড়িতে স্বর্গীয় ঠাকুর দাসের তিন ছেলের মধ্যে ছোট ছেলে গোলক সরকার এবং তার বৃদ্ধা মা গরু গুলো প্রতিপালন করে।
রাতে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই বরাবরের মতো ঘুমিয়ে গেলে রাত একটার দিকে বাড়ির ভেতরে থাকা গোয়ালঘরে আগুন লেগে যায় । শীতের রাতে গোয়ালঘরে গরুর জন্য শকনো খড় বিছানো ছিল এবং একপাশে শুকনো লাকড়ির স্তুপ ছিল । এই পরিবেশে গরুগুলোকে মশা থেকে রক্ষা করার জন্য কয়েল জ্বালিয়ে রাখা হয়। সেই কয়েল থেকেই আগুন লেগে গরু গুলো মারা যায় এবং ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
রাতে খবর পেয়ে সাথে সাথেই ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে । দুইটা ফ্রিজিয়ান ক্রস জাতের গরু সহ ঘর পুড়ে যাওয়ায় পরিবারটির মোট ছয় লক্ষ টাকার লোকসান হয়েছে বলে জানা যায়। সকালে স্থানীয় কাউন্সিলর খন্দকার খসরু এসে খোঁজ খবর নেওয়ার পর ধনবাড়ী পৌরসভার মেয়র মনিরুজ্জামান বকল ঘটনাস্থল পরিদর্শন করেন । পৌর মেয়র ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ।