ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

মিঠাপুকুরে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত

50
admin
ডিসেম্বর ৯, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

 রংপুর প্রতিনিধি

ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নে মাঠেরহাট নবীন প্রজন্মের উদ্যোগে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৯ ডিসেম্বর) রাত ১০ ঘটিকায় মাঠেরহাট প্রাইমারি স্কুল মাঠে দুইদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মাঠেরহাট নবীন প্রজন্মের সমন্বয়ক মাহফুজ ও লাবলু জানান,শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এ মোট ৮ টি দল অংশগ্রহণ করে।এটি ৮ অভারের শর্টপিচ নাইট টুর্নামেন্ট। নকআউট পর্বের ৪ টি ম্যাচে ৮ টি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।সেমিফাইনালে ৪ টি দলে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে ফাইনালে সাল্লু রংবাজ একাদশ বনাম ভাংনী জুনিয়র একাদশ উত্তীর্ণ হয়।

 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ভাংনী আল ফালাহ ক্রিকেট একাদশ,ভাংনী দক্ষিণপাড়া জুনিয়র একাদশ,সাল্লু রংবাজ একাদশ,মাস্টারমাইন্ড একাদশ,কাগজীপাড়া জুনিয়র একাদশ,মাঠেরহাট একাদশ,বেগম রোকেয়া জুনিয়র একাদশ ও মাঠেরহাট সিনিয়র একাদশ। ফাইনাল টুর্নামেন্টে বিজয়ী দল ভাংনী দক্ষিণপাড়া একাদশকে আটহাজার টাকা অর্থমূল্যের একটি খাসি পুরস্কিত করা হয় ও রানার্সআপ দল পায়রাবন্দের সাল্লু একাদশকে দুইহাজার টাকা মানিপ্রাইজ প্রদান করা হয়।

বাংলাদেশ আওয়ামীলীগের ৪ নং ভাংনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আংগুর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংনী ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম,২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলাম তাজু, বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক রাজু,রওশন আলম এসময় সভাপতির বক্তব্যে আংগুর মিয়া জানান,তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।যদি কোন ব্যক্তি মাদকসেবনরত অবস্থায় কাউকে ধরিয়ে দেয় তাকে ১০০০ টাকা নগদ পুরস্কার দেয়া হবে।আমরা চাই ভাংনী ইউনিয়নের তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে।এ লক্ষ্যে তরুণ ছাত্রদের মাদক থেকে দূরে রাখতে ও পড়াশোনায় মনোযোগী করতে খেলাধুলা ও পড়াশোনাকেন্দ্রিক সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।