রংপুর প্রতিনিধি
ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নে মাঠেরহাট নবীন প্রজন্মের উদ্যোগে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ভাংনী আল ফালাহ ক্রিকেট একাদশ,ভাংনী দক্ষিণপাড়া জুনিয়র একাদশ,সাল্লু রংবাজ একাদশ,মাস্টারমাইন্ড একাদশ,কাগজীপাড়া জুনিয়র একাদশ,মাঠেরহাট একাদশ,বেগম রোকেয়া জুনিয়র একাদশ ও মাঠেরহাট সিনিয়র একাদশ। ফাইনাল টুর্নামেন্টে বিজয়ী দল ভাংনী দক্ষিণপাড়া একাদশকে আটহাজার টাকা অর্থমূল্যের একটি খাসি পুরস্কিত করা হয় ও রানার্সআপ দল পায়রাবন্দের সাল্লু একাদশকে দুইহাজার টাকা মানিপ্রাইজ প্রদান করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের ৪ নং ভাংনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আংগুর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংনী ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম,২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলাম তাজু, বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক রাজু,রওশন আলম এসময় সভাপতির বক্তব্যে আংগুর মিয়া জানান,তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।যদি কোন ব্যক্তি মাদকসেবনরত অবস্থায় কাউকে ধরিয়ে দেয় তাকে ১০০০ টাকা নগদ পুরস্কার দেয়া হবে।আমরা চাই ভাংনী ইউনিয়নের তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে।এ লক্ষ্যে তরুণ ছাত্রদের মাদক থেকে দূরে রাখতে ও পড়াশোনায় মনোযোগী করতে খেলাধুলা ও পড়াশোনাকেন্দ্রিক সর্বাত্মক সহযোগিতা করা হবে।