ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ঘন কুয়াশায় মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত

50
admin
ডিসেম্বর ১২, ২০২৩ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ সবুজ ভোলা জেলা প্রতিনিধি
ঘন কুয়াশায় মেঘনার মাঝ নদীতে দুই যাত্রীবাহি লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে মেঘনা নদীর হাইমচর নামক জায়গায় সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম মো. সোহেল। তার বাড়ি আদর্শ পাড়া, পৌর কাঠালি,০৮ নং ওয়ার্ড, ভোলা সদর। সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রী শাফায়াত আহমেদ রাজিব জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় আড়াইশো যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
লঞ্চটি মেঘনা নদীর হাইমচর নামক জায়গায় গেলে ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামে আরেকটি যাত্রীবাহি লঞ্চ সুরভী-৮ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চটির ডান অংশ ভেঙে যায়। এ ঘটনায় লঞ্চের বেশ কয়েকজন যাত্রী আহত হয়। তাদের মধ্যে সোহেল নামে এক যাত্রী মারা গেছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে।
এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সুরভী লঞ্চটি হাইমচর নামক জায়গায় একটি ডুবচরে আটকা আছে। সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সুরভী লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে। এ বিষয়ে টিপু-১৪ লঞ্চের ইনচার্জকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। যার কারনে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।