মোঃ আহসান হাবীব সুমন, বিশেষ প্রতিনিধি, জামালপুর
সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১২.০০ ঘটিকায় মেলান্দহ সদর ইসলামিয়া (ফাজিল) ডিগ্রী মাদ্রাসা, মেলান্দহ জামালপুর হলরুমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে মেলান্দহ উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সাথে) নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, জামালপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
জনাব একেএম লুৎফর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, মেলান্দহ, জামালপুর এরঁ সভাপতিত্বে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, জেলা নির্বাচন অফিসার, জামালপুর; জনাব স্বজল কুমার সরকার, অতিক্রম পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর; জনাব রাজু আহম্মেদ, অফিসার ইনচার্জ, মেলান্দহ থানা, জামালপুর ও উপজেলা নির্বাচন কর্মকর্তা।
মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রিজাইডিং কর্মকর্তাদের দ্বায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়।নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের গুরুত্বারোপ সহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
এসময় অন্যান্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইসলামপুরের ভোটগ্রহণকারী সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।