মোহাম্মদ ইমাম হাসান (সোহান), টাঙ্গাইল জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা ঈগল প্রতিক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন । রাজনৈতিক পরিবারের সন্তান আমানুর রহমান খান রানা ঘাটাইল থেকে ভোটের মাধ্যমে জয়লাভ করে সংসদে পৌঁছে প্রথমেই ঘাটাইলের জন্য সরকারের বরাদ্দকৃত আইটি পার্ক যা কিনা মধুপুরে স্থানান্তরিত হয়েছে তা ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর । তিনি বলেন আইটি পার্ক ঘাটাইলে ফিরিয়ে আনতে পারলে প্রায় লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে। তিনি ভোটারদের আশ্বস্ত করছেন ঈগল পাখিকে জয়যুক্ত করে উনাকে সংসদে পাঠাতে পারলে ঘাটাইলকে তিনি জেলাতে রূপান্তরিত করবেন ।
তিনি বলেন ঘাটাইলে সেনানিবাস থাকার জন্য ঘাটাইল জেলা হওয়ার দাবি রাখে । তিনি আরও বলেন সারগদিঘী শিল্প থানা এবং ধলাপাড়া থানা হওয়ার যোগ্যতা রাখে। তিনি নির্বাচিত হলে ঘাটাইলের কোন রাস্তা পাকা হওয়ার বাকি থাকবে না । তিনি বলেন, “আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না , আর আল্লাহ আমাকে আজ পর্যন্ত নিরাশ করেননি”। ধলাপাড়া, মোথাজু্রী , সিন্দুইল , সাগরদিঘির বিভিন্ন পাড়ায় পাড়ায় উঠান বৈঠকে ঈগল মার্কাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
আরো পড়ুন, দৈনিক তালাশ টাইমস্ এ