ঢাকামঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টির পর ডাচদের ব্যাটিংয়ের আমন্ত্রণ দক্ষিণ আফ্রিকার

50
admin
অক্টোবর ১৭, ২০২৩ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
আগেরদিন রাতেই ধর্মশালায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে ভিজেছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামও। আজ (মঙ্গলবার) সকালেও বৃষ্টি ছিল। বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ে টস হতে পারেনি। শেষমেশ এক ঘণ্টা দেরিতে অর্থাৎ বাংলাদেশ সময় ৩টার দিকে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।

শেষমেশ এক ঘণ্টা দেরিতে অর্থাৎ বাংলাদেশ সময় ৩টার দিকে টস অনুষ্ঠিত হয়েছে। এতে জয়লাভ করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

বিশ্বকাপের দ্বাদশ দিনে মাঠে গড়াচ্ছে নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ। দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ। এই ম্যাচের আগে দুই দল অবস্থান করছে দুই মেরুতে। প্রথম দুই ম্যাচে বিশাল ব্যবধানের জয় পেয়েছে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়ারা। আর ডাচরা হেরেছে দুই ম্যাচেই।

ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে বড় জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে রেকর্ডের বন্যা বইয়ে ১০২ রানের জয় পেয়েছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় তারা।

অন্যদিকে আপসেট ঘটিয়ে এবারের বিশ্বকাপ শুরুর লক্ষ্য ছিল নেদারল্যান্ডসের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচেই ৮১ রানের হার বরণ করে নেয় ডাচরা। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯৯ রানে ম্যাচ হারে তারা।

এদিকে দুই দলই আজ একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। শামসির জায়গায় দক্ষিণ আফ্রিকার দলে ফিরেছেন তরুণ পেসার জেরাল্ড কোয়েটজি। আর নেদারল্যান্ডস দল থেকে বাদ পড়েছেন রায়ান ক্লেইন। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে লোগান ভ্যান বেককে।

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোয়েটজি।

নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডে, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (উইকেটকিপার/অধিনায়ক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।