ঢাকাবুধবার , ৩ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে ভোট চুরির আশঙ্কা করছেন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার

50
admin
জানুয়ারি ৩, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :

রংপুর -৫(মিঠাপুকুর)সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের জাকির হোসেন সরকার এবং তার সমর্থকরা নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী রাশেক রহমান কর্তৃক ভোট চুরির আশঙ্কা করছেন।

প্রতিটি নির্বাচনী জনসভায় এই ভোট চুরির বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকতে বলেছেন জাকির হোসেন সরকার এবং তার সমর্থকরা। বুধবার (৩ জানুয়ারি ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে বিশাল নির্বাচনী জনসভার বক্তব্যে তিনি নির্বাচনে ভোট চুরির চেষ্টার বিরুদ্ধে সর্তক থাকতে বলেছেন ভোটারদের। নির্বাচনী জনসভায় জাকির হোসেন সরকার বলেন, বর্তমান এমপি আশিকুর রহমান আমাকে প্রতিটি পদে পদে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করেছেন।

আমার জনপ্রিয়তা ভয় পেয়েই ষড়যন্ত্রের মাধ্যমে রংপুর ডিসি অফিসে মামলার তথ্য গোপনের অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিলো। নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামীলীগের নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছেন। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। ৪০ বছর ধরে আমি মিঠাপুকুরে আছি।

ভোট নিয়ে অন্যদের মতো ৫ বছরের মধ্যে ৩ বছর আমেরিকায় আমি থাকব না। আমি আপনাদের মাঝেই থাকব।তাছাড়া ভোট চুরির করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।৭ তারিখে সকাল ৬.৩০টায় আপনারা সকলে ভোটকেন্দ্রে যাবেন।ভোট গণনা পর্যন্ত থাকবেন।কোনো অপশক্তি ভোট চুরির চেষ্টা করলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।নির্বাচিত হলে মিঠাপুকুর সকল রাস্তা পর্যায়ক্রমে পাকা করার ঘোষণা দেন জাকির হোসেন সরকার। উল্লেখ্য এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান।

অন্য প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির প্রার্থী আনিছুর রহমান আনিস, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল হালিম মণ্ডল, বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান,ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী এনামুল হক, জাকের পার্টির শামীম মিয়া,বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ মিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) আবদুল বাতেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর (সোমবার) থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।