ঢাকাসোমবার , ৮ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামে শেষ প্রান্তে বিজয় হয়েছেন লাঙ্গল

50
admin
জানুয়ারি ৮, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার:

বাংলাদেশে ৭ জানুয়ারী রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।উক্ত নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে (ভূরুঙ্গামারী -নাগেশ্বরী – কচাকাটা) আসনে ৫ টি দল নির্বাচন করেন।

নির্বাচনে জাপা মনোনীত প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাক (লাঙ্গল), জাকের পার্টির আব্দুল হাই(গোলাপ ফুল), বাংলাদেশ তরিকত ফেডারেশনের কাজী লতিফুল কবীর রাসেল (ফুলের মালা) ন্যাশনাল পিপলস পাটির্র নুর মোহাম্মদ (আম) ও বাংলাদেশ কংগ্রেসের মনিরুজ্জামান খানা ভাসানী (এক তারা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন।

প্রথমে এই আসনে আওয়ামিলীগ এর মনোনীত নৌকার প্রার্থী আসলাম হোসেন সওদাগর সাবেক (এমপি)কে দিয়ে প্রত্যাহার করে নেন।নির্নাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল এ.কে.এম. মোস্তাফিজুর রহমান মোস্তাক নাগেশ্বরী উপজেলার ১৫টি ইউনিয়নে মোট পেয়েছেন ৫৫ হাজার ৭৬০ ও ভূরুঙ্গামারী উপজেলায় ৩১ হাজার ৩৮০সহ মোট ৮৭হাজার ১৪০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচীত হয়েছেন।

অন্য প্রতিদ্বন্দ্বি জাকের পার্টি মনোনীত প্রার্থী গোলাপফুল প্রতীকে আব্দুল হাই (মাস্টার) নাগেশ্বরী উপজেলায় পেয়েছেন ২৩ হাজার ১২০ ভোট ও ভূরুঙ্গামারী উপজেলায় পেয়েছেন ৩৭ হাজার ৭৪০সহ মোট ৬৯ হাজার ৮৬০ ভোট পান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুড়িগ্রাম ১ আসনে নাগেশ্বরীতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৪২৯ জন এবং ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৭৩৪ জন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।