ঢাকাবুধবার , ১৮ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

৬৮ বছর পর হা-ডু-ডু খেলা আয়োজন করেছে দাসিয়ারছড়া সমন্বয় পাড়ার যুব সমাজের উদ্যোগে

50
admin
অক্টোবর ১৮, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রায়হান মিয়া কুড়িগ্রাম
গত (১৭ শে অক্টোবর, মঙ্গলবার) ফুলবাড়ীর উপজেলার দাসিয়ারছড়ায় বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু আয়োজিত হয়েছে। কালের পরিক্রমা খেলাটি তার রূপ জৌলুস হারাতে বসেছে। দাসিয়ারছড়া সমন্বয় পাড়া যুব সমাজের উদ্যোগে ৬৮ বছর পর প্রথমবারের মতো হা-ডু-ডু খেলা আয়োজন করেছে সমন্বয়ের পাড়ার যুবকেরা।
২০১৫ সালে ৩১ জুলাই মধ্যরাতে বিনিময় হয় বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১১১টি ও ভারতের অভ্যন্তরে থাকা ৫১টি ছিটমহল। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় অবস্থিত ১২টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে দেশের সবচেয়ে বড় ছিটমহল ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া। যার আয়তন ৬ দশমিক ৬৫ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৬ হাজার ৫২৯ জন। বিনিময়ের পর থেকে এখানকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।
খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, আহাম্মদ আলী পোদ্দার রতন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ফুলবাড়ী উপজেলা শাখা।
 খেলা উদ্বোধন করেন,মোঃ আবু বকর সিদ্দিক মিলন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ জাকির হোসেন সরকার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ফুলবাড়ী উপজেলা শাখা।সভাপতিত্ব করেছেন, মোঃ আলতাফ হোসেন, সাবেক আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, দাসিয়ার ছড়া ইউনিট।
হা-ডু-ডু খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করেছে। দাসিয়ারছড়া বিদ্যুতের ব্যবস্থা হওয়াতে খেলা গুলি রাত্রে পরিচালনা করা হবে বলে জানিয়েছে স্থানীয়রা। ঐতিহ্যবাহী খেলা উপভোগ করার জন্য সকলেই দলে দলে সেখানে উপস্থিত ছিল উদ্বোধনী খেলাতে।
আয়োজক কমিটির একজন সদস্য মোঃ জাকির হোসেন বলেন, দীর্ঘ ৬৮ বছর পর দাশিয়ারছড়া ছিটমহল টি বাংলাদেশের একটি অংশ হয়েছে। এই জনপদের মানুষের জন্য উপভোগ্য একটি খেলার আয়োজন করার ইচ্ছা ছিল দীর্ঘদিন থেকে, তারই ফলশ্রুতিতে, দাসিয়ারছড়া সমন্বয় পাড়া যুব সমাজের উদ্যোগে হা-ডু-ডু খেলার আয়োজন করেছি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।