ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে প্রার্থী তালিকায় অনেকর নাম শোনা যাচ্ছে

50
admin
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

মিজানুর রহমানঃ

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে প্রার্থীতার তালিকায় অনেকের নাম শোনা যাচ্ছে।আগামী ০৯ ই মার্চ লালমনিরহাট জেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে নির্বাচন কমিশন কতৃক সারা দেশের শূন্য পদের জেলা পরিষদের চেয়ারম্যান,সদস্য, সিটি কর্পেরেশন মেয়র,কাউন্সিলর,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,মেম্বার পদে উপনির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে,আগামী ০৯ই মার্চ সেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।তফশিলের ঘোষনা অনুযায়ী ৯ই ফেব্রুয়ারী থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে,১৩ই ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন,মনোনয়ন বাছাই ১৫ ফেব্রুয়ারি,আপিল ১৬-১৮ ই ফেব্রুয়ারি প্রর্যন্ত করা যাবে,প্রার্থীতা প্রত্যাহার ২২ ফেব্রুয়ারিতে শেষ হবে।

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃমতিয়ার রহমান দ্বাদশ সংসদ নির্বাচনে লালমনিরহাট ৩ আসন থেকে সরকার দলীয় প্রার্থী হন,এ কারনে জেলা পরিষদ থেকে তিনি পদত্যাগ করেন, সেই থেকে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হয়,বর্তমানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লব ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। লালমনিরহাট জেলা পরিষদের শূন্য হওয়া চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে ইতিমধ্যে অনেক প্রার্থীর মাঠে ময়দানে দৌড় ঝাঁপ শুরু হয়েছে,বিএনপির সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত না থাকায় আপাতত বিএনপির কোন প্রার্থীর সাড়া মেলেনি মাঠ পর্যায়ে।এখন প্রর্যন্ত আলোচনায় যাদের নাম উঠে এসেছে তারা সকলেই ক্ষমতা সীন দলের হয়ে প্রার্থী হতে ইচ্ছুক।

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদের জন্য যাদের নামে গুঞ্জন শোনা যাচ্ছে,তারা হলেন লালমনিরহাট জেলা আওয়ামিলীগের যুগ্ন সম্পাদক অ্যাডঃ আশরাফ হোসেন বাদল,জেলা আওয়ামিলীগের যুগ্ন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন,জেলা আওয়ামিলীগের যুগ্ন সম্পাদক সাখোয়াত হোসেন সুমন খান,জেলা আওয়ামি লীগের সহ সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা,জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লব,কেন্দ্রীয় আওয়ামিলীগ সদস্য সাবেক সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য অ্যাডঃসফুরা বেগম রুমীর নাম জোড়ালো ভাবে শোনা যাচ্ছে।

জেলা আওয়ামিলীগের একাধিক নেতার সাথে কথা হলে জানান,আগামী ০৭ ফেব্রুয়ারী জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের নাম ঘোষনা করার কথা রয়েছে,সংরক্ষিত নারী আসনে কেন্দ্রীয় আওয়ামিলীগের সদস্য অ্যাডঃ সফুরা বেগম রুমীর নাম না আসলে,জেলা পরিষদের চেয়ারম্যান পদে তার মনোনয়ন প্রায় নিশ্চিত বলা যায়।

যদি সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে অ্যাডঃ সফুরা বেগম রুমী মনোনিত হন,তাহলে সেক্ষেত্রে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা নতুন কেউ মনোনয়ন পেতে পারেন এবং সেটা উপজেলা পর্যায় থেকে আসতে পারে এতে আশ্চর্য্য হবার কিছু থাকবে না,তবে সবকিছু নির্ভর করছে দলীয় সভানেত্রী শেখ হাসিনার উপর। অ্যাডঃসফুরা বেগম রুমী জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা না করলে,দলীয় মনোনয়নের বাহিরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করার প্রশ্তুতি রয়েছে জেলা আওয়ামিলীগের একজন যুগ্ন সম্পাদকের।

ব্যাবসায়ী ঐ নেতার সাথে একান্ত আলাপচারিতায় এমন আভাস পাওয়া গিয়েছে। জেলা আওয়ামিলীগের যুগ্ন সম্পাদক অ্যাডঃ আশরাফ হোসেন বাদল,গোলাম মোস্তফা স্বপন, সহ সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লব জানান,দলীয় সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তাকে স্বাগত জানাবেন তারা। লালমনিরহাট জেলাবাসী এখন তাকিয়ে আছে কে হচ্ছেন পরবর্তী জেলা পরিষদ চেয়ারম্যান।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।