রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় বাবু মুন্সী (২৫) নামক এক যুবক নিহত হয়েছে। সে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল মধ্যপাড়া গ্রামের হাসমত মুন্সির ছেলে।
মঙ্গলবার (৮এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বেনাপোল -পদ্মা সেতু – ঢাকা রেল লাইনের ভাঙ্গা উপজেলার পুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা রেলওয়ে থানার এএসআই শওকত হোসেন জানান, বেনাপোল থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের ধাক্কায় ভাঙ্গার পুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। এছাড়া তিনি কানে কম শুনতেন। দুর্ঘটনার সময় তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। ভাঙ্গা রেলওয়ে থানার ইনচার্জ খায়রুজ্জামান সিকদার জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপরদিকে পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নের বিবিকান্দা গ্রামে কুমার নদীর তীরে চাম্বুল গাছ টানাটানি করতে গিয়ে পানিতে ডুবে জীবন ফরাজী(১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামের ইব্রাহীম ফরাজীর ছেলে। মঙ্গলবার(৮ এপ্রিল) দুপুরে এই ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিবিরকান্দা গ্রামের জীবন ফরাজী চাম্বুল গাছটি টানাটানি করতে গিয়ে এর গাছে নিচে চাপা পড়ে পানিতে ডুবে এর মৃত্যু হয়েছে। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর পানির ভিতর থেকে তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, একজন কিশোর গাছ কাটা গাছের ডাল টানাটানি করতে গিয়ে পানিতে ডুবে ছেলেটি মারা যায় বলে আমার অফিসার পাঠিয়ে খবর নিয়েছি।
Leave a Reply