উপনিবেশবাদী পশ্চিমাদের আশ্রয়-প্রশ্রয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখ ফিলিস্তিনি নিজ ভূমি থেকে উৎখাত হন। তারা ভেবেছিলেন, সংকটের দ্রুত সমাধান হবে এবং তারা শিগগিরই নিজেদের ঘরে ফিরতে পারবেন।
কিন্তু সেই প্রত্যাবর্তনের পথ আর কখনোই উন্মুক্ত হয়নি। জায়নবাদী ইসরায়েল তাদের আর ঘরে ফিরতে দেয়নি।
একসময় যে হুইদীরা শরণার্থী হয়ে ফিলিস্তিনিদের ভূমিতে এসেছিল আশ্রয় নিতে। একসময় তারাই আবির্ভূত হয় দখলদার ও নিপীড়ক হিসেবে। এখন সেই দখলদাররা ফিলিস্তিনিদের তাদের আপনভূমি থেকে বিতাড়িত করে গড়ে তুলেছে ইহুদী বসতি। এই দখলদারিত্বেরই অংশ হিসেবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলছে ইতিহাসের ভয়াবহতম গণহত্যা। জাতিসংঘেরই মতে, ওই অঞ্চলটি শিশুদের গোরস্থানে পরিণত হয়েছে।
Leave a Reply