এম,সাইদুর রহমান-ক্রাইম রিপোর্টার:
পটুয়াখালীর বাউফল উপজেলাধীন ঐতিহ্যবাহী কারখানা সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কারখানা রাহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’দিন ব্যাপী ৩৬তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৪’র অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ফেব্রুয়ারী) সকাল ৯টায় কারখানা সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কারখানা রাহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে (ভিডিও কনফারেন্স) এ-র মাধ্যমে সভাপতিত্ব করেন,ডক্টর দিল আফরোজ (কাদের)।
মোঃ আনিচুর রহমান চুন্নু’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ হাফিজুর রহমান (হাফিজ) চেয়ারম্যান জেলা পরিষদ পটুয়াখালী।অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবু সালেহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোজাফফর হোসেন চৌধুরী (মিরাজ) প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনিয়া বেগম, মোঃ শহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ,গোলাম সরোয়ার কালাম খান (সাবেক ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ,আওয়ামী লীগ নেতা মোঃ শাহীন ফকির, মোসাঃ শামীমা আক্তার প্রধান শিক্ষক কারখানা রাহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুমন মাহমুদ সহকারী রেজিস্ট্রার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সাংবাদিক এম সাইদুর রহমান প্রমূখ।এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক বৃন্দ ও রাজনৈতিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত,জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন, মনোজ্ঞ উদ্বোধনী ডিসল্পে শেষে ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোঃ মোজাফফর হোসেন চৌধুরী মিরাজ।