ওমর ফারুক, স্টাফ রিপোর্টার:
ইসলাম ধর্মীয় বিধিমালা জানা শিখা এবং মানার জন্য ফিকহার গুরুত্ব অপরিসীম।
ফিকহী বিষয়ে সবার ধারণা স্বচ্ছ করতে একটি ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে ফতোয়া বোর্ড নরসিংদী।
১০ ফেব্রুয়ারি রোজ শনিবার নরসিংদীর সাটিরপাড়াস্থ রয়েল কনভেনশন এর হলে ফতোয়া বোর্ড নরসিংদী এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোস্তফা আল ফারুকীর সঞ্চালনায় ফিকহী কন্ফারেন্স অনুষ্ঠিত হয়।
ফিকহী কন্ফারেন্সে নরসিংদী ওভারসিজ এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. শফিকুল ইসলাম খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ আলোচনা রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাইল নুরপুরী, আল্লামা আব্দুর রহিম কাসেমি, আল্লামা রশিদ আহমদ প্রমূখ মুফতিগণ।
ফতোয়া বোর্ড নরসিংদী ফিকহী কন্ফারেন্সে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি– মুফতি জসিমউদদীন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদ হোমস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ মাহমুদ। অনুষ্ঠানটি সকাল হতে মধ্যাহ্ন পর্যন্ত চলে।