নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের সুলতান উদ্দিন ভূইঁয়া মেমোরিয়াল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শিক্ষা, সাংস্কৃতি, খেলা এই তিন মিলে পাঠশালা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশে অত্র বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী শিক্ষা,সাংস্কৃতি অনুষ্ঠান সম্পন্ন হয়। ড্যাফোডিল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা মোশফিকুর রহমান, রাজগাতী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম সিদ্দিকী, লেখক-কলামিস্ট সাইদুর রহমান, বেসরকারী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোঃ সাইফুল আলম ভূইঁয়া লিটন প্রমুখ।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে রাজগাতী ইউপি সদস্য সাইদুর রহমান ভূইঁয়া, অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা নুরুউদ্দিন খান, সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন, সমাজ সেবক হান্নান ভূইঁয়া, রাজন মিয়া, সোহাগ মিয়া, শফিকুল ইসলাম মজলু, বুলবুল আহম্মেদ, সাংবাদিক রমজান আলী, ফরিদ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষানবিশ আইনজীবি এইচএম জাহাঙ্গীর হোসাইন সামি ও সহকারী শিক্ষক আতিকুর রহমান সুয়েমের দিনব্যাপী ক্রীড়া পরিচালনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।