মোঃআব্দুল্লাহ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার ফলাফলে শ্রেষ্ট ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের মেরিট কেয়ার হলরুমে যুক্তরাজ্য প্রবাসী হাজী রইছ আলীর অর্থায়নে এ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়। এসময় জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট, বই ও নগদ অর্থ দেয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রাখায় প্রতিষ্ঠানের ১৭ শিক্ষক শিক্ষিকাকেও উপহার হিসেবে নগদ অর্থ দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও লেখক, কলামিস্ট এএইচএম ফিরোজ আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রথম হাতিয়ার। এখন থেকেই তোমাদের লক্ষ্য নির্ধারন করে পড়া চালিয়ে যেতে হবে। উচ্চশিক্ষা মানুষের নৈতিকতা ও মূল্যবোধকে জাগ্রত করে। এসময় মেরিট কেয়ার স্কুলের ধারাবাহিক সাফল্যে ভুয়সী প্রসংশা করেন তিনি।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফখর উদ্দিন মাস্টার, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল কাজল দেব। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।