ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের বাগবাটীতে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা

50
admin
অক্টোবর ২০, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আজিজুল ইসলাম সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বাগবাটীতে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামের ঠান্ডুর ছেলে আল-আমিন (৩২) ও একই গ্রামের ফরহাদ খানের ছেলে আল-আমিন (৩৫)। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলো পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আহত আল আমিন শেখকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে ভোর রাতে আহত আল-আমিন মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, ইছামতি গ্রামের হায়দার গ্রুপ ও বাচ্চু গ্রুপের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

তারই জেরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ইছামতি গ্রামের আসাদ শেখের বাড়ির সামনে হায়দার গ্রুপের লোকজন বাচ্চু গ্রুপের সমর্থক দুই জনের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, হায়দার গ্রুপ আর বাচ্চু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গতকাল রাত থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।