ঢাকারবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে ব্রাক নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

50
admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

 রনি কাউসার, স্টাফ রির্পোটার:

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে রবিবার ২৫ ফেব্রুয়ারি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় সভাপতিত্ব করেন কানসাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সেফাউল মূলক।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত নারী সদস্যগণ, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষক, বিদেশ ফেরত অভিবাসী ও সাংবাদিকসহ এলাকার বিভিন্ন স্তরের প্রতিনিধিগন। কর্মশালাটি সঞ্চালনা করেন, বাবুল ইসলাম, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অফিসার বাবুল ইসলাম। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্র্যাক মাইগ্রেশন এমআরএসসি কোঅর্ডিনেটর, রেজাউল করিম।

তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এবং প্রত্যাশা – ২ প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে সম্ভাব্য অভিবাসীরা নিয়মিত উপায়ে কোথায় থেকে কি ধরনের সেবা পাওয়া যাবে তা সকলের উদ্দেশ্যে তুলে ধরেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনরেকত্রীকরণ এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহ, রেফারেল সেবার বিষয়ে উপস্থিতি সকলকে অবহিত করেন । এরপর তিনি বলেন যে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে বাংলাদেশের ৩টি বিমান বন্দর- ঢাকা, সিলেট ও চট্রগ্রাম জরুরি সহায়তা প্রদান করা হয়। বিদেশ আটকে পড়া ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিসা সহায়তা, দেশে লাশ আনতে সহায়তাসহ নানাবিধ ভালো কাজের সাথে আছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। তিনি সকলকে বলেন, বিদেশে গমনেচ্ছুক বা বিদেশ-ফেরত অভিবাসীদের যেকোনো প্রয়োজনে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, শিবগঞ্জ/ চাঁপাইনবাবগঞ্জ অফিস অথবা প্রতিনিধির সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।

প্রধান অতিথি মোঃ সেফাউল মূলক বলেন, ব্র্যাকের পরিসীমা দিনকে দিন বেড়েই চলেছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও অসহায় প্রবাসীরা যদি সহায়তা পায়,সেটা হবে খুবই ভালো কাজ৷ ব্র্যাক মাইগ্রেশন প্রোগামের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। কানসাট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহায়তার করা হবে বলে আশ্বস্ত করেন। পাশাপাশি সকল ইউপি মেম্বারদেরকে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের খুজে দিতে বলেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।