ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল এর আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমীর রাহুল আজ জাতীয় দলে

50
admin
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সুজন আহমেদ বেনাপোল প্রতিনিধি

২০২২ সালে মোহামেডানের জার্সিতে বসুন্ধরা কিংসের বিপক্ষে গোল করে আলোচনায় এসেছিলেন শেখ মোরসালিন। পায়ের ঝলকে জাতীয় দলের অন্যতম সদস্যে পরিণত হওয়ার সঙ্গে ফুটবলপ্রেমীদেরও মন কেড়েছেন তিনি।

চলতি মৌসুমে লিগের প্রথম দিনে কিংসের বিপক্ষে গোল করে আলোচনায় এসেছেন আরেকজন, তিনি রাব্বি হোসেন রাহুল। বেনাপোলের আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমীর তাঁবুতে বেড়ে ওঠা ১৭ বছরের এই তরুণ বসুন্ধরা কিংস থেকে ধারে খেলতে গিয়ে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে সর্বশেষ চার ম্যাচেই করেছেন গোল।লিগের প্রথম পর্ব শেষে পাঁচ গোল নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি। ছয় গোল নিয়ে তাঁর সামনে আছেন বসুন্ধরা কিংসের রাকিব হোসেন।

দুই মৌসুম পর দেশের শীর্ষ ফুটবলে ফেরাটা সুখকর হয়নি ব্রাদার্সের। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর লিগেও ব্যর্থতার বৃত্তে আটকে আছে গোপীবাগের দলটি।নিজে নিয়মিত গোল করে গেলেও দলকে জেতাতে না পারার আফসোস আছে তাঁর, ‘গোল করছি এটা যেমন ভালো লাগা, তেমনি দল না জেতায় খারাপ লাগাও আছে।

চেষ্টা করেছি দলকে সাহায্য করতে। আমাদের আক্রমণভাগ ভালো হলেও রক্ষণে সমস্যা আছে। তাই প্রতি ম্যাচেই গোল হজমও করতে হয়েছে।’গত মৌসুমে ওয়ারীর জার্সিতে চ্যাম্পিয়নশিপ লিগে খেললেও বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি আছে রাহুলের।

এবারই প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে তাঁর। প্রথমবার খেলতে এসেই গোল করার দক্ষতা দিয়ে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার নজর কেড়ে নিয়েছেন রাহুল। গুঞ্জন আছে, ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের স্কোয়াডে দেখা যেতে পারে তাঁকে।

রাহুলও জাতীয় দলকেই প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছেন, ‘বাফুফে থেকে আমার পাসপোর্ট ও ছবি নিয়েছে। জানি না দলে থাকব কি না। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হয়তো যেকোনো সময় সুযোগ চলে আসতে পারে, এটা বিশ্বাস করি।’

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।