নিজস্ব প্রতিবেদক
আসছে শনিবার (২১ অক্টোবর) আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা ও সনদ দানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫তলা ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তদুপলক্ষে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশ এর আয়োজন করা হয়েছে। ওই মহাসমাবেশে অংশগ্রহণ করবেন- কুমিল্লা জেলা পিপি ও বাংলাদেশ আওয়ামীলীগ কুমিল্লা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, জেলা জিপি সিনিয়র এডভোকেট তপন বিহারী নাগ, বাংলাদেশ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক ও লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুস ভূইয়া, বাংলাদেশ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব ও সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির দুই দুই বারের সভাপতি এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকার ও দুই দুই বারের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের।
এছাড়াও কুমিল্লা বিচার অঙ্গনের অন্যান্য স্পেশাল পিপি, অতিরিক্ত জিপি-পিপি ও এজিপি-এপিপিগণ সহ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কার্যনিবাহী কমিটির নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির নবীন-প্রবীণ প্রায় তিনশতাধিক আইনজীবী। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।