শুভসাহা, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলে প্রথম আলো বন্ধুসভা জেলার শাখার (২০২৪-২৫)ইং সালের জন্য ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন সুসম্পন্ন হয়েছে।গত শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ায় বখশ বাড়িতে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে আবু আহমেদ শেরশাহ সভাপতি ও তাসনিয়া শারমিন লুপিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।নব্য এই কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি রেণু আক্তার ও ডালিয়া আক্তার মিতু, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসা ইসলাম, নাইমুল হাসান, সাংগঠনিক সম্পাদক জয় ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তমাল, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস হিয়া, দপ্তর সম্পাদক সানজিদা মেহের নাহিদা, প্রচার সম্পাদক কাওছার আহম্মেদ (রিফাত), পাঠাগার সম্পাদক মাহমুদা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক মামুন খান, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান মারিয়া, প্রশিক্ষণ সম্পাদক ফারদিনা আক্তার লাবণী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইসরাত জাহান আসমা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রাফিদ খানসুর, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক শারিফ হোসেন সাদিক, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইসরাত জাহান তাসমিন, তথ্য যোগাযোগ সম্পাদক মো. মাসুদ রানা, ম্যাগাজিন সম্পাদক মো.শাকিল মিয়া, বইমেলা সম্পাদক মো. রাকিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আপূর্ব কৃষ্ণ দে, আলম মিয়া, হৃদয় জামান।
এ অনুষ্ঠানে উপদেষ্টা মন্ডলী নতুন কমিটিকে মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানায় এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরসহ তাঁদের দিকনির্দেশনা মূলক বক্তব্যে উঠে আসে কিভাবে টাঙ্গাইল বন্ধুসভাকে পুরো বাংলাদেশের রোল মডেল হিসেবে উপস্থাপন করা যায়। আরো বলেন, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাহায্য, সৃজনশীল কাজ যেমন আবৃত্তি, স্বরচিত কবিতা, গল্প, উপন্যাস লিখতে বিভিন্ন উদ্যেগ গ্রহণ, বিতর্ক চর্চা, পাঠচক্রের আয়োজন ইত্যাদির পরিমাণ বৃদ্ধিসহ বিভিন্ন ভালো কাজে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। অবশেষে সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করে লিজু বাউলা এবং আবৃত্তি পরিবেশন করেন সামিয়া জাহান লুপাসহ আরো অন্যান্যরা।
এছাড়াও উপদেষ্টা পরিষদে রয়েছেন, এ্যাডভোকেট তানিয়া বখশ, অধ্যক্ষ শামসুল হুদা, অধ্যক্ষ বাদল মাহমুদ, এ্যাডভোকেট এস আকবর খান, এ্যাডভোকেট জিনিয়া বখশ।