ঢাকাসোমবার , ৪ মার্চ ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় অমর একুশে বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠান 

50
admin
মার্চ ৪, ২০২৪ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ রিপন শেখ ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় অমর একুশে বইমেলার সমাপনী  ও পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মার্চ) রাত ৮ টায় ভাঙ্গা পৌর শহরের ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে  সভাপতিত্ব  করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহাদাত হোসেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান ও ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ  সুপার তালাত মাহমুদ শাহান শাহ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাঙ্গা মহিলা কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক দিলীপ দাস। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা  উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার মো: জালাল উদ্দিন ,ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের এর ব্যবস্থাপক   মোঃ শাহ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাপোলো নওরোজ,যুবলীগ নেতা লাভলু মুন্সি  প্রমূখ। অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,  বীর মুক্তিযোদ্ধাগণ,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও  শিক্ষার্থী,  সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বইমেলায় অংশগ্রহণকারী প্রত্যেকটি  স্টলের মাঝে  সনদ বিতরণ করা হয় ।চার দিনের এই  বইমেলায় ভাঙ্গা থিয়েটার,  ভাঙ্গা উপজেলা শিল্পকলা একাডেমি,ভাঙ্গা উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী ,খেয়া শিল্পী গোষ্ঠী, এবং লেখক ও শিল্পী অধ্যাপক সৈয়দ জাহিদ হাসানের লালন আনন্দধামের শিল্পীবৃন্দ সংগীত,  নৃত্য ও   আবৃত্তি ও নাটক  পরিবেশন করেন।   ২৯ শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই মেলা  ৩মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বইপ্রেমী  দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।ভাঙ্গায় বিগত তিন বছর যাবত বইমেলা চালু হওয়ায় বই কেনার প্রতি পাঠকদের আগ্রহ বেড়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।