স্টাফ রিপোর্টার :
বরিশালের বানারীপাড়ায় মা ইলিশ রক্ষা অভিযানে প্রথম দিন থেকেই সফলতার সাথে করে আসছে। এরই ধারাবাহিকতায় ১১ তম দিনে বিপুল পরিমাণ জাল উদ্ধার করেছে মৎস্য দপ্তর।
এসময় প্রাপ্ত জালের মাছ এতিমখানায় বিতরত করা হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার ১২:০১ মিনিট থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিন থেকে সফল ভাবে শুরু করেছে মৎস্য দপ্তর। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিনের দিক নির্দেশনায় প্রথম দিনে উদয়কাঠী ইউনিয়ন সংলগ্ন নদী থেকে আটক করা হয় অবৈধ বাঁধা (বেহুন্দী) জাল, চরঘেরা জাল এছাড়াও সন্ধা নদী থেকে ইলিশ ধরার জালসহ আটক হয়েছে ১ জেলে। আটককৃত জাল পুড়িয়ে ধংস করা হয়েছে। ৩য় দিনে আক্রমণ করে ইট পাটকেল নিক্ষেপ করে।
এতে মাথা ফেটে যায় মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দারের। চতুর্থ দিনে আটক করা হয় ২ জেলেকে তাদের ২০ দিন করে সাজা দেয়া হয়। এছাড়াও অবৈধ ভাবে মাছ ধরতে আসা জেলের ইঞ্চিন চালিত বোট জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন বলেন, মা ইলিশ রক্ষায় গঠিত টাস্ক ফোর্স, মৎস্য দপ্তরে সকল কর্মকর্তা কর্মচারীগন ও থানা পুলিশের সহায়তায় অভিযান কার্যক্রম চলছে পর্যাপ্ত পুলিশ ফোর্স না থাকায় কিছু নিরাপত্তার ঘাটতি রয়েছে। তারপরও আমরা দিন রাত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
মা ইলিশ জাতীয় সম্পদ এবং একে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আশাকরি সকলের সহযোগিতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা সম্ভব হবে। উল্লেখ্য যে, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।
এ ব্যাপারে মৎস্য দপ্তর মাইকিং, জেলে পাড়ায় সচেতনতা সভা সহ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। সচেতন এলাকাবাসী জানান, এভাবে অভিযানের ধারা অব্যাহত থাকলে মা ইলিশ ডিম পাড়ার সুযোগ পাবে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হবে।