ঢাকারবিবার , ২২ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

50
admin
অক্টোবর ২২, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

নাসির উদ্দিন নাহিদ তালুকদার স্টাফ রিপোর্টার

মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখাড়ার বল্লভদী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহে ভাজন পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সৈয়দপুর এলাকার বাগেরহাট জেলার আছির উদ্দিন শেখের ছেলে-রাজু শেখ ওরফে বখতিয়ার(৩৮) বাগেরহাট জেলার-জয়নাল মল্লিকের ছেলে মল্লিক রহমত আলী (৪০) বাগেরহাট জেলার রাখাল গাছি এলাকার-আছির উদ্দিন এর ছেলে-মতিয়ার শেখ (৪৫) সাতক্ষীরা জেলার-রজ্জব আলী গাজীর ছেলে-মহাসিন গাজী (২৪) খুলনা জেলার সবুর সরদার এর ছেলে-ইমরান সরদার ওরফে বাচ্চু সরদার( ২৩) এসময় গ্রেফতারকৃত ডাকাতদের সাথে থাকা আরো ৪/৫ জন ডাকাত পালিয়ে গেছে বলে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের কাছে থেকে ১টি পিকআপ ১টি শাবল, ৩টি ড্রাম, ১টি চাকু,১টি চাপাতি উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আব্দুর রহমান বলেন, আমরা রাত্রকালীন ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় রাত্র ৩.৫ ঘটিকার সময় মাদারীপুর সদর থানা ধীন শিরখাড়া এলাকার বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে শিরখাড়া ইউনিয়নের বল্লভদী এলাকার পোস্ট অফিস মোড় পাকা রাস্তার উপরে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহন করছেন।

আমি সাথে সাথে মোবাইল ফোনের মাধ্যমে ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করিয়া উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য ফোসসহ আইসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃতে একটি পিকআপ সহ সংঘবদ্ধ ৫ জন ডাকাত কে আটক করতে সক্ষম হয়েছি। শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রডের আইসি মোহাম্মদ মনির হোসেন জানান একদল ডাকাত শিরখাড়ার বল্লভদীতে ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহন করছিলেন তখনই তাদের আটক করা হয়।

তাহারা আন্তঃজেলা ডাকাত দলের সংঘবদ্ধ চক্রের সদস্য তাহারা দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।