ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জের জাগীরে এক ট্রাক্টর চালকের উপর সন্ত্রাসী হামলা, এলাকাবাসী আতঙ্কিত

50
admin
অক্টোবর ২৩, ২০২৩ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের দিয়ারা ভবানীপুর গ্রামের মোঃ রফিক (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সায়েম বাহিনীর প্রধান সায়েম সহ এই গ্রুপের সদস্যরা।

সন্ত্রাসীরা হলো, কামারদিয়া এলাকার মৃত চান্দু বেপারীর ছেলে বাহাদুর(৪৬) ও বাহাদুরের ছেলে সায়েম(২০), বৈরাজানি এলাকার মৃত দোয়াত আলীর ছেলে রাহাতুল(২১), ও মোকলেছ মিয়ার ছেলে তপা(১৫) এবং আঙ্গুটিয়া গ্রামের আজিজ মিয়ার ছেলে, নাহিদ (১৯)। তারা উভয়ই মানিকগঞ্জ সদর থানার জাগীর ইউনিয়নের বাসিন্দা।

শনিবার ২১শে অক্টোবর রাত আনুমানিক ৭.৩০ মিনিটের দিকে মানিকগঞ্জ থানার চান্দিরচর সাকিনস্থ তিন রাস্তার মোড়ে অবস্থিত লোকমান হোসেন এর সারের দোকানের সামনে সায়েম বাহিনী এই হত্যা চেষ্টা চালায়।

স্থানীয় এলাকাবাসীর অনেকে নাম প্রকাশ না কারার শর্তে জানায়, এই ঘটনায় জড়িতরা রফিককে প্রাণে মেরে ফেলার জন্য এই হামলা চালায়। যথা সময়ে আমরা উপস্থিত না হলে আমরা রফিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারতাম না। আমরা এই হামলায় জড়িত সন্ত্রাসীদের কঠোর শাস্তি চাই। পরে স্থানীয়দের সহযোগিতায় রফিক মিয়ার পিতা তাকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসক রফিকের অবস্থা আশংকা জনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার অবস্থা খারাপ হলে তাকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করেন।

এ ব্যাপারে এনাম মেডিকেলের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে জানা যায়, রফিকের অবস্থা খুবই আশংকাজনক। তার শরীরের বিভিন্ন অংশ প্রায় বিছিন্ন অবস্থা। তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা আল্লাহর ইচ্ছা। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার জানান, আমারা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।