রনি কাউসার স্টাফ রির্পোটার
দুই পা না থাকা অসহায় জেন্টু ভিক্ষাবৃত্তির ভ্যান হারিয়ে দিশেহারা সংবাদ শিরোনামে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক তালাশ টাইমস,দৈনিক পৃথিবী সংবাদ সহ বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে দৃষ্টিগোচর হয় ইউএনও আবুল হায়াতের ।
সংবাদ প্রকাশের পর দুই পা না থাকা অসহায় জেন্টুর পাশে দাঁড়ালেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আবুল হায়াত । সোমবার (২৩ অক্টোম্বর) সকালে ৬০ বছর বয়সী অসহায় জেন্টু কে ডেকে নিয়ে তার নিজ কার্যালয়ে একটি ভ্যান গাড়ি তার হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামসহ অনেকে।
জানা গেছে, দুই পা না থাকা অসহায় জেন্টু উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাস বাজার বাগদাদপুর গ্রামের মরহুম রুস্তম আলীর ছেলে জিন্নাদী ওরফে জেন্টু ভাগ্যের পরিহাসে পনের বছর আগে দুটি পা হারায় তিনি। পরে ভিক্ষাবৃত্তি করে চলে সংসার ।গত ১৫ অক্টোম্বর চোরে চুরি করে তার উর্পাজনের একামাত্র সেই ভ্যান গাড়ি।
পরে দিশেহারা হয়ে পরে ৬০ বছর বয়সী জেন্টু। মানবিক প্রতিবেদন প্রকাশ করে সহায়তা করায় দৈনিক তালাশ টাইমস সহ সকল গণমাধ্যম কে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, প্রকাশিত প্রতিবেদনটি দেখে জনাব জেন্টু আলী ভ্যান গাড়ি কিনে দেওয়া হয়েছে। আগামীতে আরো প্রয়োজন হলে তাকে সহায়তা করা হবে।
এছাড়াও উপজেলার বেশ কয়েকজন অদম্য মেধাবী শিক্ষার্থীসহ অসহায় ব্যক্তিকে সহায়তা হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক কাজ। তাই উপজেলায় যোগদানের পর থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যেসব অসহায় রয়েছেন তার পাশে সবসময় আছি । অসহায় জেন্টু বলেন, দৈনিক তালাশ টাইমস এর প্রতিবেদক সহ ইউএনও স্যারে দীর্ঘায়ু কামনা করে বলেন , আপনারদের মতো এরকম প্রতিবেদক ও ইউএনও রয়েছে বলে অসহায় মানুষ কাছে সেবা পোঁছে যাচ্ছে।