ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

দেশসেরা ইবি চারুকলা বিভাগের শিক্ষক ইমতিয়াজ ইসলাম

50
admin
অক্টোবর ২৩, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

এম বাদশা মিয়া বিশেষ প্রতিনিধি

বার্জার পেইন্টস আয়োজিত তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা-২০২৩ এ প্রথম স্থান অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ইমতিয়াজ ইসলাম।

রোববার (২২ অক্টোবর) ঢাকার গুলশান ক্লাবে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। তথ্য মতে, ‘নবীন তুলিতে রাঙা প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে বার্জার পেইন্ট ২৮তম বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করে।

১৮ থেকে ৩৫ বছর বয়সী শিল্পীরা এতে অংশ নেন। সারাদেশ থেকে এক হাজারের বেশি শিল্পী প্রতিযোগিতায় অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকেরা। পরে প্রাথমিক পর্যায়ে ৪০ জন শিল্পীকে মনোনীত করা হয়। এরপর বিভিন্ন ধাপের মাধ্যমে সেরা ছয়জনকে পুরস্কৃত করে বার্জার পেইন্টস।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বার্জার পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিসার আলী, প্রখ্যাত শিল্পী আব্দুস শাকুর শাহ, শিল্পী আবুল বারাক আলভী, শিল্পী মোহাম্মদ ইউনুস, শিল্পী মোহাম্মদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও বার্জার পেইন্টের বিপণণ পরিচালক, কার্যনির্বাহী পরিচালকসহ দেশের খ্যাতিমান চিত্রশিল্পীরা সেখানে উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করতে পেরে খুশি ইবি শিক্ষক ইমতিয়াজ ইসলাম। অনুভূতি প্রকাশ করে তিনি জানান, এই অর্জন শুধু আমার না, এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্জন। আমি চারুকলা বিভাগের একজন শিক্ষক হিসেবে চেষ্টা করছি বিভাগকে আরও অনেক দূর এগিয়ে নিতে।

সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের চারুশিক্ষা প্রদানের চেষ্টা করছি। আগামীতে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এরকম আয়োজনে অংশগ্রহণ করে সাফল্য বয়ে আনবে বলে প্রত্যাশা করেন তিনি। উল্লেখ চারুকলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড এ এইচ এম আক্তারুল ইসলাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন চারুকলা বিভাগের এই অর্জন সুধু বিভাগের না বিশ্ববিদ্যালয় অর্জন ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।