মোঃ আজিজুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসীর উদ্যোগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও নৌকা মার্কা বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২২ অক্টোবর) বিকেল ৩টায় কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাতী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে , ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব আনিসুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে ও ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব টি এম মোস্তফা জয় সঞ্চলনায় আয়োজিত উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী তালুকদার।
ড. জান্নাত আরা হেনরী বলেন, বঙ্গবন্ধুকন্যার দূরদর্শী নেতৃত্বের কারণে সব প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব হয়েছে। যার ফলে বদলে গেছে মানুষের জীবনমান। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা এখনো অপরিহার্য। তাই ভবিষ্যতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে টানা ৪র্থ বারের ক্ষমতায় বসাতে হবে, তাহলেই এদেশে আরও উন্নয়ন হবে।
জননেত্রী শেখ হাসিনা সরকার এদেশের উন্নয়ন নিয়ে ভাবে গরীব, দুঃস্থ, অসহায় ও অধিকার বঞ্চিত মানুষের কথা ভাবে দেশের মানুষের ভাগ্যর উন্নয়ন নিয়ে কাজ করে, এসময় তিনি সবাইকে একযুগে আবারও নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির।
জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার শিকদার। জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান দুদু। জেলা আওয়ামীলীগের সদস্য জিহাদ আল ইসলাম। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আহমেদ। কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক সরকার।
কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. নাসিম সরকার। ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শ্রী সুশীল কুমার সাহা, সাবেক ছাত্রনেতা জুয়েল রানা বিজয় সহ আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।