আশিকুর রহমান,নেত্রকোনা প্রতিনিধি
বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার অনুসন্ধানী এক টিমের সহযোগিতায় (২৩ শে অক্টোবর) সোমবার বিকাল ৩ টায় নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আশারানী বিলে ১৫ টি রিংবাইর জাল উদ্ধার করা হয়।
জানা যায়,বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার এই অসুন্ধানী টিম উক্ত জালের সন্ধান পেয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানকে অবগত করলে তিনি উপজেলা মৎস অফিসার মুহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী কমিশনার (ভূমি)শহিদুল ইসলামকে জালগুলো জব্দ করার নির্দেশ দেন। পরে বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার এই টিমের নেতৃত্বে উপজেলা মৎস অফিসার মুহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী কমিশনার (ভূমি)শহিদুল ইসলামের সহযোগিতায় এই জালগুলা জব্দ করা হয়।।
এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় শাখার সভাপতি ও আজকের বসুন্ধরা পত্রিকার ব্যুরো চীফ শামীম তালুকদার, বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখা ও আজকের বসুন্ধরা পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ,দৈনিক দেশজগৎ এর বিশেষ প্রতিনিধি সাদিয়া সুলতানা ও বাংলাদেশ প্রেস ক্লাবের অন্যতম সদস্য আশিকুর রহমানের উপস্থিতিতে কলমাকান্দা উপজেলা প্রাঙ্গণে উক্ত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
কলমাকান্দা উপজেলা মৎস অফিসার আবুবকর সিদ্দিক ও সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতি যারা জনস্বার্থের প্রতি চিন্তা করে এই অবৈধ জালগুলোর সন্ধান আমাদেরকে দিয়েছেন।
কলমাকান্দা উপজেলা মৎস অফিসার আবুবকর সিদ্দিক নেত্রকোনা জেলা প্রতিনিধি আশিকুর রহমানকে জানান,আমরা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান স্যারের নির্দেশে বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলার শাখার সহযোগিতায় এই জাল গুলো জব্দ করে আগুনে পুড়িয়েছি।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।