মোঃ মাহাবুর রহমান কাউনিয়া প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মনোরম পরিবেশে চলছে রোগীদের থাকা খাওয়া গুনগতমান চিকিৎসা পেয়ে বেড়েই যাচ্ছে রোগী বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটা ওয়ার্ড খুবেই পরিষ্কার পরিছন্ন,রোগীদের সেবা যত্ন টাইম মত রোগীদের খাবার পরিবেশন করা,নার্সরা বার বার রোগীদের কাছে গিয়ে ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করেন।
এ ছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটা ডক্টর নার্স ও উদ্যতম কর্মকর্তাদের আচার আচারনে ও সু চিকিৎসা পেয়ে রোগীরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরছেন, এ সময় রোগীদের সাক্ষাৎ নিতে গেলে মিরবাগ কুষ্শা ইউনিয়নের মোঃ আব্দুস ছোবহান (৪৮) পুরুষ ওয়ার্ডে ৪নং বেডের রোগী জানান ডাঃ সাব্বির স্যার অনেক ভালো চিকিৎসা দেয় খুবেই ভালো ব্যবহার তার চিকিৎসা নয় যেনো ব্যবহার দেখেই আমি সুস্থ হয়ে যাই তিনি আরো বলেন এই মেডিক্যালের প্রতিটা কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ খুবেই ভালো মনের মানুষ।
এছাড়াও মধুপুর ইউনিয়নের মোছাঃ রাহেলা বেগম (৫২) মহিলা ওয়ার্ডের ৭নং বেডের রোগী রংপুরের আঞ্চলিক ভাষায় বলেন,(মুই আসছোং কাইলকা আজকেই মোর সুস্থ সুস্থ মনে হবার নাকছে) উনি বলেছেন বুধবার মেডিক্যালে ভর্তি হয়ে বৃহস্পতিবার তার শরিরিক অবস্থা সুস্থতা হয়েছে তিনি আরো জানান অন্যান্য মেডিক্যালের চেয়ে এই মেডিক্যালে রোগীদের যে খাবার গুলো দেয় খুবেই ভালো ও স্বাস্থ্যসম্মত সকাল বিকাল রাতের খাবার টাইম মত দেয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বড় বাবু মোঃ শিশির আহমেদ জানান আমাদের ডক্টর ও নার্সরা সব সময় সর্বক্ষণেই রোগীদের সেবায় নিয়জিত থাকে আরো বলেন এই কমপ্লেক্সে গরীব অসহায় হতদরিদ্র্য মানুষরা বেশী আসে তাদের ঔষধ কিনে খাওয়ার সমর্থ্য থাকে না তাই তাদের চিকিৎসা ভালো ভাবে দেওয়ার চেষ্টা করি ইনশআল্লাহ।