ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

মিঠাপুকুরে শেষ মহুত্তে জমে উঠেছে পূজার মেলা

50
admin
অক্টোবর ২৩, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

আশিকুর রহমান মিঠাপুকুর
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার আদিদেব সার্বজনীন মন্দিরের সামনে জমে উঠেছে পূজার মেলা।
গত শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া মেলাটি শেষ হবে আগামীকাল মঙ্গলবার বিজয়া দশমীতে। দূর্গাপূজায় বাড়তি আনন্দ দেয় এই মেলা। মেলায় নানা প্রকারের সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসে আছেন অনেক নারী পুরুষ। মালামাল বিক্রি ও তৈরিতে যেন ব্যস্ত সময় পার করছেন তারা।
সোমবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার আদিদেব সার্বজনীন মন্দির প্রাঙ্গণের মেলায় গিয়ে দেখা যায়,দেবীদর্শনের পাশাপাশি ভক্তরা ভিড় জমাচ্ছেন এই মেলাতে। মেলার প্রবেশদ্বার থেকে শুরু করে দুই ধারে বাহারি রকম পণ্যের স্টল।
চরকি ও নাগরদোলাসহ রয়েছে শিশু-কিশোরদের জন্য বিনোদনের ব্যবস্থা। তাছাড়া খাজা-গজা, জিলাপীসহ রকমারি খাবার তো আছেই। পাশাপাশি ক্রেতাদের আগ্রহ বাড়াতে সাজিয়ে রাখা হয়েছে মন্ডা-মিঠাই, নিমকি, লাড্ডু, রসগোল্লাসহ নানা রকম মিষ্টিজাতীয় খাবারগুলো। শুধু তাই নয়, মাটির তৈজসপত্রের পাশাপাশি প্লাস্টিকের নানা ধরনের খেলনা, মেয়েদের জন্য বাহারি কসমেটিক্সের দোকানও বসেছে মেলায়।
মেলার উত্তর-দক্ষিণ পাশে চড়কির ও নাগরদোলার জায়গা করা হয়েছে। এগিয়ে গিয়ে দেখা গেল নাগরদোলার সামনে লম্বা লাইন। সেই নাগরদোলায় চড়তে পেরে আনন্দে আটখানা শিশু রাফি। সে নেমে এসে বলল, এখানে চড়তে খুব মজা।মেলায় সকাল থেকে তেমন একটা ভিড় না থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে জমজমাট হয় মেলাটি। সনাতন ধর্মাবলম্বী ছাড়াও অনেকে ঘুরতে এসেছেন মেলায়।
তাদের মধ্যে কথা হয় রিফুল, রাকিব ও রুবেলের সাথে। তারা বলেন, সড়ক দিয়ে যাওয়ার পথে চোখে পড়ে মেলাটি। বৈশাখ আর পূজা ছাড়া মেলার আমেজ তো পাওয়া যায় না। মেলায় ঘুরে ঘুরে পছন্দের জিনিসপত্র কিনলেন তারা। মেলায় কথা হয় মিষ্টি বিক্রেতা জয়নাল আবেদীনের সঙ্গে। তিনি বলেন, ক্রেতাদের সামনেই বানানো হচ্ছে খাবারগুলো।
গরম গরম এসব টাটকা খাবার পেয়ে তারা অত্যন্ত খুশি। সেই সঙ্গে বিক্রি নিয়ে তারাও সন্তুষ্ট। এই পূজার মেলা বসে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে। আদিদেব সার্বজনীন মন্দিরের সভাপতি হৃদয় চন্দ্র সরকার জানান, এই মেলা আমাদের উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেয়।
মঙ্গলবার বিজয়া দশমী। দেবী দুর্গা বিদায় নেবেন। মেলাও ভাঙবে। আবার আগামী বছর দেবীর আগমনের মধ্য দিয়ে মণ্ডপের আশপাশে বসবে মেলা।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।