ঢাকামঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন, ভৈরব ট্রেন দূর্ঘটনা

50
admin
অক্টোবর ২৪, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ ভৈরবের যাত্রীবাহী এগারসিন্দুর গোধূলী ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের কারণ জানতে পাঁচ সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান,তদন্ত প্রতিবেদন প্রস্তুত করতে কমিটিকে পাঁচ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং মো. মাসুদ সরদার (সহকারী পরিচালক, ময়মনসিংহ) সদস্য সচিব।

কমিটির বাকি তিন সদস্য হলেন, মোহাম্মদ আবুল কালাম আজাদ (উপসহকারী পরিচালক, নরসিংদী), মো. এনামুল হক, (উপসহকারী পরিচালক, কিশোরগঞ্জ) ও মো. আজিজুল হক (স্টেশন অফিসার, ভৈরব বাজার ফায়ার স্টেশন)।

অন্যদিকে,ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেলপথ মন্ত্রণালয়ের তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

উল্লেখ্য,সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। শতাধিক আহত হয়েছে।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।