ঢাকামঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় ‘হামুন’, সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ

50
admin
অক্টোবর ২৪, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুনের’প্রভাবে ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলের পথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিএর উপ-পরিচালক (মিডিয়া) মোবারক হোসেন মজুমদার।

তিনি জানান, আগাম সতর্কতা হিসেবে সদরঘাট থেকে উপকূলীয় জেলাগুলোতে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিআইডব্লিটিএর টিআই এবিএস মাহমুদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে ঢাকা নদী বন্দরে এক নম্বর ও চাঁদপুরে দুই নম্বর সতর্কতা সংকেত রয়েছে। আগাম সতর্কতা হিসেবে সদরঘাট থেকে চাঁদপুর ও শরীয়তপুর ছাড়া সব গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। দক্ষিণাঞ্চলের জেলাগুলোর লঞ্চ বিকালে সদরঘাট থেকে ছেড়ে যায়। তবে আজ কোনো লঞ্চ ছাড়বে না বলেও জানান তিনি।

এদিকে সকাল থেকে বরিশাল-ভোলাসহ বিভাগের সব নদ-নদীতে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

বুধবার দুপুরের দিকে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আকারে হামুন ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে মঙ্গলবার বেলা ১২টার দিকেও বরিশালে এর কোনো প্রভাব দেখা যায়নি। সকাল থেকে বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন ও বাতাসের প্রবাহ না থাকায় বেশ গরম অনুভূত হচ্ছে বলে জানান স্থানীয়রা।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, হামুনের প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত ও বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে বরিশাল নদী বন্দর থেকে সকল ধরনের যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।