স্টাফ রিপোর্টার :-
বরিশালের বানারীপাড়ায় মা ইলিশ রক্ষা অভিযানে মা ইলিশ নিধনরত অসাধু এক জেলে আটক। ২৪ অক্টোবর মঙ্গলবার চলমান মা ইলিশ রক্ষা অভিযান চলাকালীন সময় অবৈধ ভাবে মা ইলিশ শিকার করার সময় আটক হয়েছে মসজিদবাড়ী গ্রামের মৃত: নুর মোহাম্মদ বেপারীর ছেলে জাহাঙ্গীর হোসেন(৫০) নামে এক ব্যাক্তি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিনের দিক নির্দেশনায় প্রথম দিনেই সন্ধা নদী থেকে ইলিশ ধরার জালসহ আটক হয়েছে ১ জেলে। ৩য় দিনে আক্রমণ করে ইট পাটকেল নিক্ষেপ করে।
এতে মাথা ফেটে যায় মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দারের। চতুর্থ দিনে আটক করা হয় ২ জেলেকে তাদের ২০ দিন করে সাজা দেয়া হয়। এছাড়াও অবৈধ ভাবে মাছ ধরতে আসা জেলের ইঞ্চিন চালিত বোট জব্দ করা হয়। এ সময় আটককৃত জালে পাওয়া মাছ এতিমখানায় বিতরন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন বলেন, মা ইলিশ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা রয়েছে।পর্যাপ্ত পুলিশ ফোর্স না থাকায় কিছু নিরাপত্তার ঘাটতি রয়েছে। তারপরও আমরা দিন রাত অভিযান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মা ইলিশ জাতীয় সম্পদ এবং একে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
উল্লেখ্য যে, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে মৎস্য দপ্তর মাইকিং, জেলে পাড়ায় সচেতনতা সভা সহ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। সচেতন এলাকাবাসী জানান, এভাবে অভিযানের ধারা অব্যাহত থাকলে মা ইলিশ ডিম পাড়ার সুযোগ পাবে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হবে।