শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার
সবারে করি আহ্বান এসো উৎসুক চিন্ত এস আনন্দিত প্রাণ এই স্লোগানকে সামনে রেখে রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির উৎসব উপলক্ষে ১৩ ও ১৪ই এপ্রিল শনি ও রবিবার দুদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবে নতুন ও পুরাতনের আত্মিক বন্ধনের শুদ্ধ উষ্ণতায় আর সম্পর্কের দৃঢ়তায় পূর্ণতা পাক শিকড়ের ভূমিতে শত প্রাণের শত আকাঙ্ক্ষা, যার মঙ্গল প্রত্যাশা সকলেরই আনন্দঘন আয়োজনের আঙ্গিনায় সবার উপস্থিতিতে অনুপ্রাণিত করবে আগামী দিনগুলোয় মানুষ তৈরীর ব্রতে কর্ম প্রেরণা যোগাবে নতুন প্রজন্মের মাঝে।
কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ সুবর্ণ জয়ন্তী উদযাপন ২০১৪ এর আয়োজনে। শনিবার সকালে মোহাম্মদ আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে শিক্ষায় একুশে পদক প্রাপ্ত ডাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন পরে নগরীর প্রধান প্রধান সড়কে বিশাল একটি রেলি প্রদর্শন করে কলেজে এসে শেষ হয় পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক উপাধ্যক্ষ কারমাইকেল কলেজ রংপুর সম্পাদক অর্গানাইজিং কমিটি প্রতিষ্ঠা কালীন প্রফেসর আলহাজ্ব মোঃ ইসহাক অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যক্ষ ভারপ্রাপ্ত কারমাইকেল কলেজ রংপুর ও সভাপতি গভর্নিং বডি স্কুল এন্ড কলেজ প্রফেসর মোঃ রোজায়িন এছাড়াও রংপুরের বিশিষ্ট শিক্ষা অনুরাগী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।