মোঃ মিষ্টার ইসলাম স্টাফ রিপোর্টার
বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে হুইপ ইকবালুর রহিম এমপি এর নির্দেশনায় দিনাজপুর শহরের ড্রেন ও ক্যানেল পরিস্কার, ময়লা সম্প্রসারণ, ও খনন সংস্কারের অভিযান উদ্বোধন করলের দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল।
দিনাজপুরে এ যেন চমক,যা দেখে হতবম্ব হয়েছে ড্রেন ও ক্যানেলের পাশে থাকা মুনুষগুলো। যেখানে বর্ষা মৌসুম এলেই ধর্না ধরতে হতো পৌরসভায় গিয়ে। একাধিকবার অভিযোগ করার পর হত ক্যানেল পরিস্কার। আজ তা বর্ষা মৌসুমের আগেই পরিস্কারের উদ্যোগ। যা দেখে খুশি ড্রেন ও ক্যানেলের পাশে থাকা মুনুষগুলো।
২০ এপ্রিল ২০২৪ ইং শনিবার দিনাজপুর শহরের ঠোঙ্গাপট্টির ড্রেন ও ক্যানেল উদ্বোধন কালে দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, স্থানীয় সংসদ হুইপ ইকবালুর রহিম দিনাজপুর শহরতলী লোকজনের কথা ভেবেই আমাকে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে কাজ করার উদ্যোগ নিতে বলে। তার এই মৌখিক নির্দেশনায় আজ থেকে পরিস্কার অভিযান শুরু করলাম, আমার পৌরসভার একটি টিম দিন-রাত কাজ করে যাচ্ছে। ইনশা আল্লাহ বর্ষা মৌসুমের আগেই দিনাজপুর শহরের পৌরসভাধীন সব ড্রেন ও ক্যানেল গুলি আমরা পরিস্কার করতে পারবো। যাতে করে বর্ষায় পৌরসভার কোন রাস্তা জলাবদ্ধতা সৃষ্টি না হয়। দিনাজপুরবাসীর কাছে আমি সহযোগিতা কামনা করছি শহরের হাঁটাচলা রাস্তাসহ নান্দনিক পরিবেশ গড়ে তোলর লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি আপনারা আমাকে সহযোগিতা করুন নিদিষ্ট স্থানে ময়লা ফেলুন, নিজে পরিস্কার থাকুন এবং পৌরশহরকে পরিস্কার-পরিছন্ন রাখুন।
পার্ক-পাহাড়পুর মহল্লা আওয়ামীলীগের মহল্লা কমিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বলেন, বর্ষার আগেই কাজ করা শুরু করবে পৌরসভা। এটা আমি ভাবতেও পারিনি। বর্ষা না আসতেই জলবদ্ধতা নিরসনে এই কাজ করার উদ্যোগকে আমি সাদুবাদ জানাই। আমার ৬৬ বছর বয়সে বর্ষা মৌসুমের আগেই পানি নিস্কাশনে কাজ করা নিজে উপস্থিত হয়ে পরিদর্শন করা এমন মেয়রকে আমি দেখি নাই। আামরা পৌরবাসী মেয়রের পদক্ষেপ ও তদারকী কাজে সন্তুষ্ট। আমরা চাচ্ছি আগামীতে ভারপ্রাপ্ত নয়। নির্বাচনের মাধ্যমে তিনি যেন পৌর পিতা হয়ে আমাদের কাছে আসতে পারেন।সেই সাথে ভারপ্রাপ্ত মেয়র ও এলাকার কাউন্সিলারকে ধন্যবাদ জানাচ্ছি এমন যুগান্তরকারী পদক্ষেপ নেওয়ার জন্য।
ঠোঙ্গাপট্টির বাসিন্দা রুবেল জানান, আমি এর আগে কখনো দেখিনি বর্ষা মৌসুমের আগেই এই ক্যানেলগুলো পরিস্কার করতে, বর্তমান ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব নেওয়ার পর থেকে পৌরসভার কাজগুলো বলার আগেই হচ্ছে। তাই আমরা এমন মেয়র পেয়ে খুশি।
সাবেক ছাত্রনেতা বিপ্লব কুমার সরকার বলেন, এই ক্যানেলের পাশেই আমার বাড়ী, এর আগে যারা মেয়র ছিল, তারা কেউ এমন করে ভাবেনি, বর্ষার আগেই ভারপ্রাপ্ত মেয়র আমাদের কথা ভেবেছে এ জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই ধারাবাহিকতা ধরে রাখলে বর্ষা মৌসুমে আমাদের কোন সমস্যা হবে না। আমরা টাকা-পয়সা চাই না। আমরা চাই দিনাজপুরের রাস্তা-ঘাট,ড্রেন-ক্যানেল,কালভাট গুলো ভালো হক।
দিনাজপুর শহরের ড্রেন ও ক্যানেল পরিস্কার, ময়লা সম্প্রসারণ, ও খনন সংস্কারের অভিযান উদ্বেধনে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশ্ররাফ উজ্জামান বাবু প্রমুখ।