মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:
জামালপুর সদর উপজেলায় জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিষ্টেমস্ ফর ইমপ্রুভড নিউট্রিশন ( জেসমিন) প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে কমিউনিটি মার্কেট এজেন্টদের নিয়ে হোটেল গ্র্যান্ড সাফিরে দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে জামালপুর সদরের বাঁশচড়া, শ্রীপুর, শরীরপুর, রানাগাছা, লক্ষীরচর, তুলসীরচর, তিতপল্লা, কেন্দুয়া ও মেষ্টা ইউনিয়ন থেকে মোট ৩৪ জন কমিউনিটি মার্কেট এজেন্ট অংশগ্রহন করেন।
কমিউনিটি মার্কেট এজেন্টদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে কারিগরী বিষয়ে জ্ঞান বৃদ্ধির জন্য সহায়তাকারী হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন হেকেম বাংলাদেশ লিমিটেড এর এরিয়া সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার মো: আল ইমরান ও সহকারী টেরিটরি অফিসার মো: আরিফ আহম্মেদ।
উক্ত প্রশিক্ষণে ধান, মরিচ, ভুট্টা, বেগুন ও পাতা জাতীয় শাকসব্জির জাত, চাষ পদ্ধতিসহ রোগবালাই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ প্রশিক্ষণে আরো উপস্হিত ছিলেন হেকেম বাংলাদেশ লিমিটেড এর দুজন ডিলার মো: হাফিজুর রহমান ও শামসুদ্দিন।
ডিলারদ্বয়ও তাদের অর্জিত আভিজ্ঞতা থেকে ফসলের ব্যবস্হাপনা বিষয়ে আলোচনা করেন। প্রশিক্ষণে আরো দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেসমিন প্রকল্পের ভ্যালু চেইন স্পেশালিষ্ট খন্দকার মো: রুহুল আমিন, এগ্রিকালচার স্পেশালিষ্ট পরিমল সরকার এবং প্রকল্প ব্যবস্হাপক ষ্টিফেন অসীম চ্যার্টাজী।
দিনব্যাপী প্রশিক্ষণটির সঞ্চালনের দায়িত্ব পালন করেন বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শ্যামল কুমার দাস ও মো: মনিরুজ্জামান।