ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

মিঠাপুকুরে শুকুরের হাট ডিগ্রী কলেজে,বীর মুক্তিযোদ্ধার নামে জাতীয় পতাকা ষ্ট্যান্ড নির্মাণ

50
admin
এপ্রিল ২৩, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 মিঠাপুকুর প্রতিনিধি:রাখিবুল হাসান রাখিব

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী শুকুরের হাট ডিগ্রী কলেজ প্রাঙ্গাণে, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী শেখকে সম্মান জানিয়ে তার নামে, আধুনিক ও উন্নত ডিজাইনের জাতীয় পতাকা ষ্ট্যান্ড নির্মাণ এবং কলেজের একাডেমিক ভবন সমূহ সংস্করণ করে চাকচিক্য করা হয়েছে।

সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এ সব কাজের শুভ উদ্ধোধন করেন, অএ প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি সেলিম মন্ডল। কলেজটির সৌন্দর্য বর্ধন করায়, কলেজের শিক্ষক মন্ডলীসহ শিক্ষানুরাগী অভিভাবক সহ ছাত্র-ছাত্রীদের ভূয়সী প্রশংসায় ভাসছেন শুকুরের হাট ডিগ্রী কলেজের সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ,সহকারী অধ্যক্ষ সহ সংশ্লিষ্টরা। জীবন দশায় বিরল এ সম্মান দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী শেখ এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন।

সোমবার (২২-এপ্রিল) শুকুরের হাট ডিগ্রি কলেজের সভাপতি সেলিম মন্ডলের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ শওকত হোসেনের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর উপস্থিতিতে নবনির্মিত জাতীয় পতাকা স্ট্যান্ড শুভ উদ্বোধন করে জাতীয় পতাকা উত্তলনের শুভসূচনা করা হয়। এসময় কলেজের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। নবনির্মিত জাতীয় পতাকা ষ্ট্যান্ড উদ্বোধনের সময় দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা -ইদ্রিস আলী।

সংক্ষিপ্ত, বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী শেখ জানান, শুকুরের হাট ডিগ্রি কলেজের সভাপতি সহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ আমাকে যে বিরল সম্মানে ভূষিত করলো তাতে আমি নিজেকে আজ গর্বিত মনে করছি। এই বিশেষ সম্মান পেয়ে আমি সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই। এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শওকত হোসেন সহ সহকারী অধ্যক্ষ, ছাত্রছাত্রীরা,শিক্ষক এবং অনন্যরা বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে কলেজের একাডেমিক ভবনের সংস্করণ এবং সৌন্দর্য দেখে অভিভাবকরা শুকুরের হাট ডিগ্রী কলেজের সভাপতি মোঃ সেলিম মন্ডলের ভূয়সী প্রশংসা করেন।

এসময় তারা বলেন, সেলিম মন্ডল সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই শুকুরের হাট ডিগ্রী কলেজের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলার মান বৃদ্ধি সহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে।

শুকুরের হাট ডিগ্রি  কলেজের সভাপতি, সেলিম মন্ডল বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী শেখের নামে পতাকা ষ্ট্যান্ড নির্মান করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পরিচালনা পর্ষদ, অভিভাবক সহ শিক্ষক, শিক্ষার্থী সকলের প্রতি আমি কৃতজ্ঞ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।