ঢাকাবুধবার , ২৪ এপ্রিল ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

প্রচন্ড তাপদাহে ভাঙ্গায,জ্বর , ঠান্ডা, ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর সংখ্যা দিন দিন রোগী বাড়ছে

50
admin
এপ্রিল ২৪, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি

গত কয়েক দিনের প্রচন্ড তাপদাহে ভাঙ্গায,জ্বর , ঠান্ডা, ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর সংখ্যা দিন দিন রোগী বাড়ছে। একদিকে ঠান্ডা, কাশি, ওঅন্য দিকে জ্বর হচ্ছে অন্যদিকে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।এই রোগীদের চিকিৎসা সেবা দিতে ব্যস্ত সময় পার করছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকেরা।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায, এপ্রিল মাসের ১ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত এ হাসপাতালে ৩১৯ জন ডায়রিয়ায, আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে।এবং গত ২৪ ঘন্টায় ৩০ জনের অধিক ডায়রিয়া আক্রান্ত রোগী ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া ০ থেকে ৪ বছর বয়সী ডায়রিয়া ও নিউমোনিয়া শিশু আক্রান্ত হয়।২৪ এপ্রিল মাসের পর্যন্ত রোগীর ১৭৭ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, তৃতীয তলার শিশু ওয়ার্ডে ১৫ থেকে ২০ জন ডায়রিয়ায় আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্ত। এমএম মঈনুদ্দীন সেতু বলেন,প্রচন্ড তাপমাত্রা বৃদ্ধির হওয়া ফলে প্রতিদিন জ্বর,ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের হাসপাতালের আসন সংখ্যা রয়েছে ৫০। কিন্তু প্রতিদিন দ্বিগুণ সংখ্যক রোগীকে এখানে ভর্তি করতে হচ্ছে।

বিভিন্ন রোগের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে আমাদের ডাক্তার ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি বর্হিবিভাগেও প্রতিদিন ৫০০ থেকে ৬০০ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।