আশিকুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি :
ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধের দাবিতে নেত্রকোনার জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ি বাজার মসজিদের উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।২৫ শে অক্টোবর রোজ বুধবার বাদ জোহর পোগলা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ফিলিস্তিনের মজলুম মুসলমান স্বাধীনতাকামীদের পক্ষে সংহতি এবং ইজরাইলী আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে এই বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সমাবেশটি সঞ্চালনা করেন, হাফেজ মাওলানা শেখ মিজানুর রহমান ইসলামপুরী।এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা শফিকুল ইসলাম,মাওলানা আজিজুর রহমান, হাফেজ মুখলেছুর রহমান,হাফেজ শোয়াইব আহমেদ সুমন,হাফেজ রেজাউল করিম, মুয়াল্লিম নাঈম খান সহ আরো অনেকেই।তারা দীর্ঘ দুই ঘন্টা যাবত বক্তব্য প্রদান করেন। এসময় বক্তারা এক যোগে সবাই ইসরাইলী পন্য দ্রব্য বর্জন করার জন্য জনগন ও সরকারের প্রতি আহবান জানান।মিছিলটি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক অতিবাহিত করে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করে পুনরায় ইউনিয়ন পরিষদ এর সামনে এসে দোয়ার মাধ্যমে এসে শেষ হয়।
এসময় ইজরায়েলের পতাকায় অগ্নি সংযোগ করে বিক্ষুব্ধ মুসুল্লিরা। গণ মিছিলে ইউনিয়ন বাসী ছাড়াও দূর দূরান্ত থেকে মুসল্লিরা এসে উপস্থিত হোন।এছাড়াও মাদরাসা, স্কুল কলেজ, ভার্সিটি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।গণমিছিল ও সমাবেশ সফল করতে ইউনিয়ন জুরে গত এক সপ্তাহ ধরে মাইকিং করে প্রচার প্রচারনা চালান আয়োজকবৃন্দ।