সৈয়দ তরিকুল ইসলাম মিলন, স্টাফ রিপোর্টার
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক প্রার্থী পাভেলুর রহমান শফিক খান ও তার কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনসহ হুমকি ধামকির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে আনারস প্রতীক প্রার্থী আসিবুর রহমান খান।
রবিবার সকালে আসিবুর রহমান খান এর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সামনে এসব অভিযোগ তুলে ধরেন।
এ সময় আসিবুর রহমান খান বলেন শফিক খানের সমর্থকরা আমার সভা সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি, আমার নেতা কর্মীদের এবং হিন্দু ভোটারদের ভয় ভীতি প্রদর্শন, টাকার প্রলোভোন, এমনকি আমাদের কর্মীদের শারীরিক নির্যাতন ও কোপানো হয়েছে। পোষ্টার ছিড়ে পোষ্টার ফেলে দেয়া এবং দুইজন সরকারি কর্মচারী শফিক খানের মোটোরসাইকেল প্রতিকের নির্বাচনী কার্যক্রমে অংশ নেয়া।
তারা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লংঘণ করে চলেছে।যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলায় কর্মরত উপ-সহকারী মোঃ হেমায়েত হোসেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী শফিক খানের পক্ষে প্রচার কাজে অংশগ্রহণ করছে।
তার সাথে বিভিন্ন সমাবেশ করছে এবং তার নিজ নামের ফেইসবুকে স্টেটাস দিচ্ছে।একইভাবে শরীয়তপুরে কর্মরত সমাজ সেবা অধিদপ্তরে উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য সরকারি গাড়িযোগে মাদারীপুর সদর উপজেলায় তার নিজ বাড়ি কেন্দুয়া বিভিন্নস্থানে নির্বাচনী সভা সমাবেশে সরাসরি যোগ দিচ্ছে যা আচরণবিধি লংঘন।মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ সরকারি গাড়ি ব্যবহার করে শফিক খানের পক্ষে নির্বাচনী প্রচারণার কাজে অংশ নিচ্ছে এটাও আচরণ বিধি লংঘন।
এ সময় আনারস মার্কার প্রার্থী আসিবুর রহমান খান জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে সকল অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।