মঙ্গলবার (২৬ নভেম্বর-২০২৪) জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম- সেবা মহোদয় সরিষাবাড়ী থানা আকস্মিক পরিদর্শন করেন।
সরিষাবাড়ী থানা কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশেষ কল্যাণ সভায় থানা কর্তৃক উদ্ধারকৃত হারানো মোবাইল হস্তান্তর এবং আইন-শৃঙ্খলা কার্যক্রমে সন্তোষজনক দায়িত্ব পালন করায় অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করা হয়।
এসময় সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় সরিষাবাড়ী থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
আয়োজিত সুধী সমাবেশে সরিষাবাড়ী উপজেলার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল পর্যায়ের ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
সুশীল সমাজের সর্বস্তরের ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ তারা মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, ছিনতাই, গুজব, চাঁদাবাজি, সন্ত্রাস,যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার সহ নানাবিধ সমস্যা নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, আমরা নতুন বাংলাদেশের প্রতিনিধি। ৫ই আগস্টের পরে এসে আপনাদের সাথে একাত্বভাবে কাজ করতে চাই। পুলিশেও অনেক ভালো মানুষ আছে তারা হয়তো মানুষকে সেবা করার মত সেরকম জায়গায় ছিল না। পুলিশ কখনো জনগণের প্রতিপক্ষ হবেনা, এটা নিশ্চিত করতে পারি। পুলিশকে আপনারা সহযোগিতা করবেন এবং পুলিশের কাজগুলোকে মনিটর করবেন। আমরা জনগণের জন্যই কাজ করতে চাই।
এর আগে পুলিশ সুপার মহোদয় সরিষাবাড়ী থানায় পৌঁছালে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রধান করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম মহোদয়।