ঠাকুরগাঁও জেলায় ৬ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন ঠাকুরগাঁওয়ে জেলা শাখার খামারিরা। ২৬ নভেম্বর
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার ব্যানারে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরাস্তায় এসে অবস্থান নিয়ে মানববন্ধন করেন খামারিরা। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জাহাঙ্গির আলম, সাধারণ সম্পাদক জাবেদ আলী সহ খামারিরা। এ সময় বক্তারা ডিম ও মুরগির ন্যায্য মূল্য বাস্তবায়ন, মুরগির বাচ্চার সংকট সমাধান সহ ৬ দফা দাবি আদায়ের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে খামারিরা।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।