বিল্লাল হুসাইন
যশোরের ঝিকরগাছায় ক্ষেত মালিকের দেয়া ইঁদুর মারার ফাঁদে পড়ে প্রতিবেশী কৃষক জামাত আলী গাজী (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
দুই সন্তানের জনক জামাত আলী গাজী ওই গ্রামের লবা গাজীর ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় মাঠে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গ্রামের ব্রোজন ঘোষের ছেলে দীপক চন্দ্র ঘোষ তার ধানক্ষেতের ইঁদুর নিধনের জন্যে আইলের চারদিক দিয়ে জিআই তার ছড়িয়ে রেখে নিজের শ্যালো মেশিন থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছেন।
মঙ্গলবার দুপুরে কৃষক জামাত আলী গাজী ওই আইল দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ কাজের জন্যে দীপক চন্দ্র ঘোষের বিচার দাবি করেছেন গ্রামবাসী। কৃষক জামাত আলী গাজীর ভাই ফজর আলী জানিয়েছেন, কয়েকদিন ধরে দীপক চন্দ্র ঘোষ তার ধানের জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন।
প্রতিবেশী কৃষকরা এ নিয়ে তাকে বার বার সতর্ক করেন। কিন্তু দীপক ঘোষ কারোর কথায় কর্ণপাত করেন না। ফলে তার বড় ভাই কৃষক জামাত গাজীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার ভাইয়ের মৃত্যুতে পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
জানতে চাইলে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ফকির পান্নু মিয়া বলেন, নিহতের ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।