ঢাকাবৃহস্পতিবার , ৯ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারী জলঢাকায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

50
admin
মে ৯, ২০২৪ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

 শফিকুল ইসলাম জুয়েল বিশেষ প্রতিনিধিঃ

“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে – খাবার খাবো পুষ্টি গুণে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাহুর রহমান মেজবাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, অধ্যক্ষ জাহেদ আলী, আহমেদ হোসেন ভেন্ডার, আবু তাহের, রকিবুল ইসলাম, সাদেকুল সিদ্দিক সাদেক ও মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান। ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত অনুষ্ঠিত সপ্তাহব্যাপী কর্মসুচির মধ্যে আছে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা প্রচার, স্বাস্থ্যসেবা কেন্দ্রে পুষ্টিসেবা জোড়দার করণ, মা ও শিশুর খাদ্য পুষ্টি, প্রবীণ পুষ্টি, কৈশোরকালীন পুষ্টি ও সমাপনী দিনে পুরস্কার বিতরণ।

বেসরকারি সংস্থা শার্প ও ইএসডিও এর সহযোগিতায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিপুল সংখ্যক মা ও শিশু উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।