ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে ২০ বছর আগে জাল দলিলের মাধ্যমে জমি হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

50
admin
মে ১১, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 সৈয়দ তরিকুল ইসলাম মিলন, স্টাফ রিপোর্টার :

কালকিনিতে জমিজমা সংক্রান্ত বিরোধে ২০ বছর আগে ৩ জন খুন,খুনীদের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে জমি হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মিরাকান্দি গ্রামের জাহাঙ্গীর চৌকিদার ও ভুক্তভোগী পরিবার, শুক্রবার (১০ মে ২০২৪) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাহাঙ্গীর চৌকিদার বলেন একই গ্রামের প্রতিপক্ষ মৃত আমির বেপারীর ছেলে আঃ আজিজ গং জাহাঙ্গীর চৌকিদার এর পৈতৃক সম্পত্তি ভুয়া ও জাল দলিলের মাধ্যমে দখল করে।

উক্ত ভুয়া ও জাল দলিলের বিরুদ্ধে মাদারীপুর বিজ্ঞ আদালতে মামলা করিলে বিজ্ঞ আদালত সিআইডিকে তদন্ত পূর্বক আদালত বরাবরে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিলে বিগত ২৫/৫/২০২৩ ইং তারিখে মামলায় উল্লেখিত দলিল ভুয়া ও জাল উল্লেখ করে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। উক্ত ভুয়া ও জাল দলিল মূলে আঃ আজিজ গংরা প্রতারণার মাধ্যমে বিআরএস রেকর্ড করাইয়া নেয়, ফলে বিআরএস রেকর্ড সংশোধনী মামলা আদালতে চলমান রহিয়াছে।

এমতাবস্থায় বিজ্ঞ আদালত মামলায় উল্লেখিত আঃ আজিজ গং সহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে গত ৫/২/২০২৪ ইং তারিখে কালকিনি থানা পুলিশ সকল আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত সকল আসামীদের জেল হাজতে পাঠিয়ে দেন। কয়েকদিন পর আসামীরা জেল থেকে জামিনে বের হয়ে আমি সহ আমাদের পরিবারকে প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।

এজাহারে উল্লেখিত ১ নং আসামি আঃ আজিজ এই জমি দখলকে কেন্দ্র করে আমাদের পরিবারের ৩ জন সদস্যকে পর পর নির্মমভাবে খুন করে, যাদেরকে খুন করেন তারা হলেন ১। এরশাদ আলী চৌকিদার ২। জাহেদ আলী চৌকিদার ও ৩। মন্নাফ চৌকিদার। এই ৩ জনকে হত্যার দায়ে আঃ আজিজ গং দের ২০ বছরের সাজা হলে বিগত বিএনপি জামাত জোট সরকারের আমলে আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে আসে এরপর ঐ মামলার বিষয়ে আমরা কিছু জানতে পারিনি।

২০ বছরের সাজাপ্রাপ্ত আসামিরা জেল থেকে জামিনে বের হয়ে বিশেষ করে আঃ আজিজ বেপারি আরো ভয়ংকর রূপ ধারণ করে আমি সহ এলাকার বিভিন্ন লোকের জমি দখল, হানাহানি, মারামারি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে এলাকায় নানাবিধ ত্রাস সৃষ্টি করে জনমনে আতংক তৈরি করেছেন।

সাংবাদিক সম্মেলনে জাহাঙ্গীর চৌকিদার আরো বলেন তিনি সহ তার পরিবার পরিজন নিয়ে ভিতিকর অবস্থায় দিন যাপন করেছেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।