ঢাকাবুধবার , ১৫ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

50
admin
মে ১৫, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

কাবিরুল ইসলাম স্টাফ রিপোর্টার

গোমস্তাপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে রহনপুর খাদ্যগুদামে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু.জিয়াউর রহমান।

পরে উপজেলা প্রশাসন ও খাদ্যগুদাম আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক তারেক-উজ-জামান, রহনপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম, মেসার্স নজরুল অটোরাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক খাদেমুল ইসলামসহ মিলার ও কৃষকরা।উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অভ্যন্তরীণ বোরো মৌসুমে গোমস্তাপুর উপজেলায় ৪ হাজার ১৮ মেট্রিক টন চাল ও ১ হাজার ১১৮ মেট্রিক টন ধান কেনা হবে বলে তারা জানান।

এছাড়া অ্যাপসের মাধ্যমে প্রকৃত কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি ধরে ধান ও ৪৫ টাকা ধরে চাল সংগ্রহ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।